
ফের ভাইরাল হল ইন্টারনেট সেনসেশন স্বপ্না চৌধুরীর (Sapna Choudhary) একটি নাচের ভিডিও। আসলে বর্তমান যুগ হল সোশ্যাল মিডিয়ার জমানা। এখানে যে কেউ দূর্দান্ত পারফরম্যান্স করে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যাচ্ছেন। একেকটা ডান্সিং অ্যাপস্ এই যুগে বেশি দায়িত্ব পালন করছে। এখানেই ট্রেন্ডিং গানগুলিকে ব্যবহার করে একেকটা ধামাকাদার প্রেজেন্টেশন করে একেকজন সোশ্যাল ইউজার রাতারাতি সোশ্যাল স্টার তকমা বহন করে নিচ্ছে।
তেমনি একজন হলেন স্বপ্না চৌধুরী। যিনি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় এসে নানা রকম চমক দেখান। তেমনি এদিনও একটি ভোজপুরি গানের তালে দূর্দান্ত এক্সপ্রেশন দিয়ে নাচ করলেন স্বপ্না চৌধুরী। মূলতঃ তিনি ফাংশনেই নাচ করে থাকেন। তবে এবার তিনি নিজের ঘরের মধ্যেই অসাধারণ পারফরম্যান্স করলেন।নিজেকে হলুদ বর্ণের একটি ওয়েস্টার্ন পোশাকে মুড়িয়ে দূর্দান্ত নাচলেন।
তাঁর নাচ দেখে মনে হচ্ছে তিনি অত্যন্ত দক্ষ নাচে। যা দেখেই পুরুষ নেটিজেনরা রীতিমতন ভিরমি খেয়েছেন। তাঁর শরীরী হিল্লোল এবং কোমরের ঠুমকাতে ইতিমধ্যেই ক্লিনবোল্ড হয়ে গিয়েছেন নেটিজেনরা। তাঁর দূর্দান্ত নাচের স্টাইল এবং তুখর এক্সপ্রেশন, অঙ্গভঙ্গির পারদর্শীতা সবটা দেখেই মাতোয়ারা গোটা সাইবারবাসী।
View this post on Instagram
তিনি নাচে দারুণ পটু। সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম Sapna Chaudhary, নামের প্রোফাইল থেকে এই সুন্দর ভিডিওটি ভাইরাল হল। যাতে এখনো পর্যন্ত কয়েক হাজার পছন্দের সংখ্যা পৌঁছেছে।আসলে সময় যেমনভাবে প্রতিনিয়ত মানুষকে আপগ্রেড করে যাচ্ছে, তেমনি সোশ্যাল মিডিয়াও মানুষের চাহিদা অনুযায়ী নিয়মিত আপডেট হচ্ছে। আর সোশ্যাল মিডিয়া মানেই এখন মুঠোফোনের চাহিদা, যার মাধ্যমে আমরা গোটা বিশ্বের সঙ্গে প্রতিনিয়ত সংযোগ রাখতে পারছি। আট থেকে অষ্টাদশী সবারই নিজেদের প্রতিভার ভিডিও এখানে ভাইরাল হচ্ছে।