আকর্ষণীয় লুকে বাজারে আসতে চলেছে ‘Yamaha’র দুটি স্কুটি, রইল বিস্তারিত

বর্তমানে, গোটাদেশে পেট্রল-ডিজেলের দাম আকাশছোঁয়া। এখন বেশীরভাগ মানুষেরই যাতায়াত মাধ্যমে মানেই ইলেকট্রনিক বাইক, স্কুটি, স্কুটার প্রভৃতি। সেই কারণেই এখন প্রতিটি বৃহত্তর অটোমোবাইল কোম্পানিগুলির মধ্যে ক্রমশ প্রতিযোগিতা চলছে।
প্রতিদিন গ্রাহক চাহিদা বাড়তে থাকায় এইবার দুটি সর্বোত্তম ইলেকট্রিক স্কুটার নিয়ে এল ইয়ামাহা। বিশ্ববাজারে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে এই কোম্পানির দুটি বৈদ্যুতিক স্কুটার। যাদের নাম, যথাক্রমে, NEO এবং EO1। জেনে নিন এই স্কুটারগুলির ফিচারস!
Yamaha NEO- ৬৮ কিলোমিটার রেজ্ঞযুক্ত ইয়ামাহা নিও, প্রধানত একটি সিটি কমিউটার। যার মধ্যে রয়েছে, 50.4 V,v19.2 Ah Li-ion দুটি ইন্টারচেঞ্জবেল ব্যাটারি। এছাড়াও রয়েছে, স্মার্ট কি ইন্টিগ্রেশন, কমপ্লিটলি ডিজিটাল এলসিডি, এলইডি হেড ল্যাম্প, টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্ক এবং মনো-শক রেয়ার সাসপেনশন সহ একাধিক মডার্ন টেকনোলজি। এছাড়াও রয়েছে ২৭ লিটারের ষ্টোরেজ স্পেস।
Yamaha EO1- এটি ১০০ কিলোমিটার রেজ্ঞযুক্ত। এছাড়াও আছে, এলইডি লাইট টাচস্ক্রিন ডিসপ্লেযুক্ত স্মার্টফোন কানেকশন, ইনবিল্ট সিম কার্ড, রিজেনারেটিভ ব্রেক।
সুতরাং আর দেরি কেন, লঞ্চ হওয়া মাত্রই কিনে নিন এই স্কুটারটি।