ব্যাপক পরিবর্তন TRP তালিকায়! ‘মিঠাই’ ও ‘গাঁটছড়া’ কে পিছনে ফেলে শীর্ষে ‘লক্ষ্মী কাকিমা’, রইল বিস্তারিত

পর পর সপ্তাহ জুড়ে ছক্কা হাকিয়ে দ্রুত গতীতে টিআরপি শীর্ষে উঠে এসেছে সকলের প্রিয় লক্ষী কাকিমা। লালন – ফুলঝুরিকে পিছনে ফেলে এই সপ্তাহের বেঙ্গল টপার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। অন্যদিকে জি বাংলার দ্বিতীয় এবং বাংলার সিরিয়ালের টিআরপি তালিকায় চতুর্থ স্থানে রয়েছে সকলের প্রিয় মিঠাই রানী। ‘আলতা ফড়িং’, এগিয়ে রয়েছে ঋদ্ধি আর খড়ির থেকে। কী চমকে গেলেন তো? চলুন আপনাদের বিস্তারিতভাবে বলি সব কথা।
গত সপ্তাহের মতো এই সপ্তাহেও টিআরপি রেটিংস অল্প বাড়িয়ে চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার মেগা সিরিয়াল ‘মিঠাই’। সবাইকে চমকে দিয়ে জি বাংলার আরেকটি সিরিয়াল ‘লক্ষ্মী কাকীমা সুপারস্টার’ জায়গা করে নিয়েছে প্রথম স্থানে। সেই জন্যে দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে স্টার জলসার ‘ধূলোকণা’। অন্যদিকে পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার আরেকটি মেগা সিরিয়াল ‘গাঁটছড়া’।
আসুন এক ঝলকে দেখিনি কত রেটিংস পেয়ে কোন স্থান দখল করলো কে-
• প্রথম স্থানে ৮.২ নাম্বার নিয়ে জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’।
• দ্বিতীয় স্থানে ৭.৯ নাম্বার নিয়ে স্টার জলসার ‘ধুলোকণা’।
• তৃতীয় স্থানে ৭.৭ নাম্বার নিয়ে স্টার জলসার ‘আলতা ফড়িং’।
• চতুর্থ স্থানে ৭.৬ নাম্বার নিয়ে জি বাংলার ‘মিঠাই’।
• পঞ্চম স্থানে ৭.৪ নাম্বার নিয়ে জি বাংলার ‘গৌরী এলো’ এবং স্টার জলসার ‘গাঁটছড়া’।
• ষষ্ঠ স্থানে ৬.৩ নাম্বার নিয়ে জি বাংলার ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’।
• সপ্তম স্থানে ৬.২ নাম্বার নিয়ে জি বাংলার ‘উমা’।
• অষ্টম স্থানে ৬.১ নাম্বার নিয়ে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’।
• নবম স্থানে ৫.৭ নাম্বার নিয়ে জি বাংলার নতুন ধারাবাহিক ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’।
• দশম স্থানে ৫.৬ নাম্বার নিয়ে জি বাংলার ‘খেলনা বাড়ি’।
এই সপ্তাহের টিআরপি তালিকায় দেখা গিয়েছে দারুন চমক। জি বাংলার বোধিসত্ত্ব এই সপ্তাহেও রয়েছে তালিকায়। পরের সপ্তাহের দেখার ব্যাপার কোন সিরিয়াল থাকবে তালিকায় আবার কে হবে বাইরে।