‘দেশের মাটি’র মতোই কি সমান জনপ্রিয়তা পাবে ‘লালকুঠি’? প্রশ্ন অভিনেতা রাহুলের

লাইভে এসেই স্বয়ং রাজা-মাম্পি দর্শকদের কাছে প্রশ্ন রাখলেন যে, তাঁদের নতুন অবতারের বিক্রম-অনামিকার চরিত্র গ্রহণ করবেন তো সবাই? কেন! উত্তর দেব! চলতি বছরের শুরুর দিকেই শেষ হয়েছে স্টার জলসার চর্চিত ধারাবাহিক ‘দেশের মাটি’ (Desher Maati)। যেখানে নায়ক-নায়িকার থেকেও বেশি চর্চিত হয়েছিল রাজা-মাম্পির চরিত্র দুটি।যেখানে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী রুকমা-রাহুল (Rooqma-Rahul)।
View this post on Instagram
তাঁদের অভিনয় এবং রসায়ন দর্শক মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিল। এমনকী সোশ্যাল মিডিয়ায় তাঁদের একাধিক ফ্যানপেজও তৈরি হয়ে যায়। তবে দেশের মাটি শেষ হওয়ার পর থেকেই দর্শক অধীর আগ্রহে বসেছিলেন যে কবে আবার পর্দায় তাঁরা রাজা-মাম্পিকে দেখতে পারবেন। সেই অপেক্ষা আপাততঃ অবসান হল। জি বাংলার ‘লালকুঠি’ (Lalkuthi) ধারাবাহিকের মাধ্যমে ফের পর্দায় ধরা দিলেন রাহুল-রুকমা জুটি।
View this post on Instagram
যদিও দেশের মাটিতে শেষ হওয়ার আগে আগেই রাহুল-রুকমা সোশ্যাল লাইভে এসে জানিয়ে গিয়েছিলেন যে, যদি কোনোদিন সুযোগ পান তাহলে একসঙ্গে আবারো কাজ করবেন। যেমন বলা তেমন কাজ। বিক্রম-অনামিকার বেশে এবার ফিরে এলেন রাহুল-রুকমা।
View this post on Instagram
এই ধারাবাহিকটি রহস্যে মোড়া। গা ছমছমে ভূতের প্রেক্ষাপটেই এই ধারাবাহিকের কাহিনী বাঁধা হয়েছে।তবে রাজা-মাম্পির মতনই কি দর্শকরা বিক্রম-অনামিকাকে গ্রহণ করবে? প্রশ্ন রাহুল-রুকমার। এদিন সোশ্যাল মিডিয়ায় রাহুল ও রুকমা দুজনেই লাইভে এসে অনুরাগীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিলেন যে, রাজা-মাম্পির মতোই বিক্রম-অনামিকা জুটি জনপ্রিয় হবে তো? অবশ্য এর উত্তর দেবে দর্শকরা। তাই এখন শুধু অপেক্ষা রোজ রাত ৯:৩০ টার।