মাঝ নদীতে নৌকার উপর ব্লাউজ ছাড়া শাড়িতে প্রিয়াঙ্কা, নতুন লুকে অনুগামীদের নজর কাড়লেন অভিনেত্রী

নৌকো বিহানে নায়িকা একা। সাথে নেই কেউ মুক্ত আকাশে প্রাণ খুলে আনন্দ উপভোগ করলেন টলিউড অভিনেত্রী। স্টিমার বা চলাচলের জন্য ব্যবহৃত ফেরি নয়, আগের সময়ের মত ছাদ খোলা নৌকায় বসে গঙ্গা দর্শন।
View this post on Instagram
অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) এখন ব্যস্ত ‘কলকাতার হ্যারি’ (Kolkatar Harry) সিনেমাটির প্রচার নিয়ে। এমন সময় দেখা মিললো অভিনেত্রীকে একদম অন্য রকম ভাবে। কাজের ফাঁকে এমন নৌকা বিহণ সত্যি অভাবনীয়। অনুরাগীদের মনে অনেক প্রশ্ন চলছিলো। এই নৌকো বিহান নিজের জন্যে নাকি কোন সিনেমার জন্যে?
View this post on Instagram
সমস্ত জল্পনা এখন শেষ। অনুরাগীরা সমস্ত প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। জানালেন টেলিগ্রাফের জন্যেই নৌক বিহাণ। তবে তাঁকে দেখে বোঝাই যাচ্ছিলো কেবল কাজ করছেন তাই হাসি নয় এমনিও তিনি এমন খোলা আকাশের নীচে মুক্ত বায়ু পেয়ে বেশ খুশি। ওই দুই সম্পূর্ন হলো যাকে বলে রথ দেখা কলা বেচা।
View this post on Instagram
সাবেকি সাজে সাজানো নৌকো। সাদা চাদর সাথে পাশ বালিশ। পুরোটা জুড়ে ছড়ানো রয়েছে বেলফুল। হালকা মেকআপ সাথে কমলা আর সোনালী রঙের শাড়ি। ঠোঁটে লিপস্টিক। সাথে সুন্দর কিছু পোজ। আর ছবি তোলার পারিপার্শ্বিক পরিবেশ অতুলনীয়। পেছনে দেখা যাচ্ছে বিকেলের হাওড়া ব্রিজ। নায়িকার ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা। দুটি ছবি ভাইরাল হলো মুহূর্তে।