বর্ষবরণে গঙ্গাবক্ষে মেঘার সাথে রোমান্টিক বাংলা গানে অসাধারন নাচ দেবের, রইল ভিডিও

গতকালই সম্প্রচারিত হয়েছে জি বাংলার পয়লা বৈশাখের বৈঠকী আড্ডার স্পেশাল অনুষ্ঠান। কিছুদিন ধরেই এই অনুষ্ঠানের নানা ঝলক উঠে আসছিল, সোশ্যাল মিডিয়ার পাতায় এবং চ্যানেলের পর্দায়। যেখানে, জি বাংলার প্রতিটি সদস্যকে বিভিন্ন পারফরম্যান্স করতে দেখা গিয়েছেন। তবে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল, টলিউডের সুপারস্টার দেব (Dev)-এর সঞ্চালনা।
View this post on Instagram
টলিউডের এই নায়কের প্রতি, গোটা বাংলার রমনীরা তো ক্রাশ খেয়ে বসে আছেনই। তবে এদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে জানা গেল, টলিউডের একাধিক অভিনেত্রীদেরও ক্রাশ দেব। যে তালিকায় আছেন, শ্রুতি, অন্বেষা, ইমন, পিলু এমনকি পারমিতাও। তাঁরা দেব-কে নজরের সামনে পেয়ে এক্কেবারেই ছাড়লেন না। সবাই ছবি, রিল, ডুয়েট একাধিক পারফরম্যান্স করলেন নায়কের সঙ্গে।
View this post on Instagram
সম্প্রতি, পিলু অর্থাৎ মেঘা দাঁ- (Megha Daw) কেও একটি ভিডিও পোস্ট করতে দেখা গেল তাঁর ইনস্টাগ্রামের পাতায়। যেখানে দেখা যাচ্ছে, নায়ক দেব-এর সঙ্গে, তাঁরই অভিনীত একটি ছবির গান ‘কি করে তোকে বলব তুই কে আমার’ এই গানটির সঙ্গে দুজনে রোমান্টিক পারফরম্যান্স করলেন। গঙ্গাবক্ষে, একটি অভিজাত্যপূর্ন লঞ্চে অনুষ্ঠিত হয়েছিল এই শো।
View this post on Instagram
সেখানেই দুর্ধর্ষ সব পারফরম্যান্স করলেন জি বাংলার নায়িকারা। আর পিলু এবং দেবের নজরকাড়া পারফরম্যান্স একেবারেই বড়পর্দার নায়ক-নায়িকাদের কথা মনে করিয়ে দিচ্ছিল। তাঁদের অসাধারণ রোমান্টিক সিনারী, সেদিনের এই অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করে তুলেছিল। সম্প্রতি এই ভিডিওটি মেঘা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেই জুড়লেন।