নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করেছেন অভিনেত্রী রাইমা সেন! ভুলেও করবেন না ক্লিক

ফের বোল্ড লুকে নজর কাড়লেন অভিনেত্রী রাইমা সেন (Raima Sen)। বর্তমান সময়ে যতদিন যাচ্ছে ততই যেন সবাই পাল্লা দিয়ে ফ্যাশনের দিক দিয়ে এগিয়ে যাচ্ছেন। আর এই বিষয়ে ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের জুড়ি মেলা ভার।তাঁদের শরীরের উত্তাপে যেন ঘায়াল হয়ে যাচ্ছে সবাই।অবশ্যই পোশাকের বলুন কি ফ্যাশন সবেতেই অগ্রগণ্য ভূমিকা পালন করে থাকেন অভিনেত্রীরা। আর তারকাদের ফ্যাশনে ক্লিনবোল্ড হয়েই সাধারণ মানুষ অনুকরণ করেন তাঁদেরকে, সাজ-পোশাক তারাকাদের বিট করবে কার সাধ্যি।
View this post on Instagram
এখন বেশিরভাগ ফ্যাশন যেন অভিনেত্রীদের খোলামেলা পোশাকেই আটকে রয়েছে। ইদানীং নায়িকারা নিজেদের শরীর প্রদর্শন করতে একেবারেই পিছু হঠছেন না। এখন বলিউডের পাশাপাশি আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকারাও সাহসী পোশাক পরতে দ্বিধাবোধ করছেন না। তাঁরাও এখন হামেশাই বোল্ড লুকে হাজির হচ্ছেন। নায়িকাদের হটনেস দেখে পাগল হয়ে যাচ্ছেন নেটিজেনরা। সম্প্রতি বোল্ড লুকে ধরা দিলেন টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা রাইমা সেন (Raima Sen), একেবারে মোহময়ী বোল্ড লুকে দেখা দিলেন তিনি।
View this post on Instagram
যদিও রাইমা সেন বাংলা সিনেমা জগতের অন্যতম নায়িকা, মহানায়িকা সুচিত্রা সেনের (Suchitra Sen) বড় নাতনি এবং মুনমুন সেনের বড় মেয়ে। তবে দিদা বা মায়ের প্রভাব কাজে লাগিয়ে নয়, নিজের যোগ্যতায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন রাইমা। অভিনয়ের পাশাপাশি তাঁর আকর্ষণীয় শারীরিক গঠন ও সৌন্দর্য্য, সবটা দিয়েই তিনি দর্শকদের মন জয় করেছেন। ৪০ বছরের গণ্ডি পেরোলেও, তাঁর বয়স যেন এখনও ২০ তেই আটকে রয়েছে। পর্দার পাশাপাশি রাইমা সেন সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে জনপ্রিয়।
View this post on Instagram
সম্প্রতি রাইমার বোল্ড কিছু ছবি নেট দুনিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হল। এই ছবিগুলিতে রাইমাকে শুধুমাত্র একটি শার্ট পরে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যাচ্ছে। বোতাম খোলা শার্টের ভেতর দিয়ে তাঁর বক্ষবিভাজিকা স্পষ্ট, সঙ্গে তাঁর মসৃণ উন্মুক্ত উরু, নেটিজেনদের রীতিমতন ভাল ভাবেই চোখ টেনেছে। খোলা চুলে ও মানানসই মেকআপে ক্যামেরার দিকে তিনি সোজাসুজি তাকিয়ে দারুণ পোজ দিয়েছেন তিনি। সঙ্গে তাঁর এই আগুন লুকে চিটপটাং হয়ে গিয়েছেন নেটিজেনরা।তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স সংখ্যা ১.৪ মিলিয়ন। রাইমা হামেশাই সাহসী খোলামেলা পোশাকে সোশ্যাল মিডিয়ায় ধরা দিচ্ছেন।